শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ জুন ২০২৩, ০০:০০

চাঁদপুর কর আইনজীবী সমিতির সম্মাননা অনুষ্ঠান
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর জেলা কর আইনজীবী সমিতির সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২ সালে সমিতির সর্বোচ্চ ওকালতনামা ক্রয়কারী আয়কর আইনজীবীদের সমিতির পক্ষ থেকে এই সম্মাননা দেয়া হয়। ১১ জুন রোববার দুপুরে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ সমিতির কার্যালয়ে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিদর্শী যুগ্ম কর কমিশনার (রেঞ্জ-৪) কুমিল্লার ফারজানা নাজনীন।

সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-কর কমিশনার সার্কেল-১৮ (বৈতানিক) ও ১৯ চাঁদপুরের সৈয়দ কালিমুল্লাহ।

সমিতির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ আমির উদ্দিন ভুইয়া মন্টুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, সমিতির সাবেক সভাপতি ও বতর্মান উপদেষ্টা এস এম আব্দুল কুদ্দুস (শাহ মোহাম্মদ কুদ্দুস), সিনিয়র কর আইনজীবী প্রদীপ গুহ, আয়কর আইনজীবী রকিবুল হাসান রুমন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, কর আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ আরিফ রাব্বানী, অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাডঃ সাইফুল ইসলাম ফয়সাল, মাহমুদুল হাসান মামুন, মোঃ জাকির হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, হুমায়ন কবির, কামরুল হাসান সিকদার, আরিফ হোসেনসহ কর আইনজীবী সমিতির অন্য সদস্যরা।

অনুষ্ঠানে কর আইনজীবী সমিতির সর্বোচ্চ ওকালতনামা বিক্রি করায় আব্দুল্লাহ আল ফারুক, এস এম আব্দুল কুদ্দুস (শাহ মোহাম্মদ কুদ্দুস), এসএম জহিরুল ইসলাম (শেখ জহিরুল ইসলাম), আমির উদ্দিন ভূঁইয়া মন্টু ও অর্জুন কে পালক সমিতির পক্ষ থেকে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। এ সময় সমিতির সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আবদুল কুদ্দুস হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদিতে যাবেন বলে সমিতির পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়