প্রকাশ : ১১ জুন ২০২৩, ০০:০০
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন মতলবের প্রবীণ বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অলি উল্যাহ সরকারের সুযোগ্য সন্তান লায়ন আরিফ উল্যাহ সরকার। মনোনয়ন বোর্ডের সভা শেষে এক ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তা জানিয়েছেন। শুক্রবার (৯ জুন) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
আরিফ উল্যাহ সরকার বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য। তিনি ছেংগারচর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক ও ঢাকাস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এছাড়াও তিনি সামাজিক উন্নয়নমূলক সংগঠন চাঁদপুর জেলা সমিতির বর্তমান কমিটির কোষাধ্যক্ষ ও ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
লায়ন আরিফ উল্লাহ সরকার বলেন, মাননীয় দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও অ্যাডভোকেট নূরুল আমিন রুহুলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন। আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমার ওপর যে বিশ্বাস রেখেছেন, সিনিয়র নেতৃবৃন্দ ও নেতা-কর্মীকে সাথে নিয়ে ভোটের মাধ্যমে নৌকাকে বিজয়ী করবো ইনশাল্লাহ।
আগামী ১৭ জুলাই ছেঙ্গারচর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।