প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০০:০০
গত ৩১ মে বুধবার ব্যাপক ভক্ত সমাবেশের মধ্য দিয়ে চাঁদপুর শহরস্থ শ্রীশ্রী কালী বাড়ি পুনঃনির্মিত মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হওয়ায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক গোবিন্দ সাহা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশপূর্বক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি এক বার্তার মাধ্যমে জানান, চাঁদপুর শহরস্থ শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরটি জাতীয় মন্দির হিসেবেই অনেক ভক্তের কাছে ব্যাপক পরিচিতি পেয়ে আসছে। শ্রীশ্রী কালী মায়ের দর্শন পেতে প্রতিদিনই শত শত ভক্ত, অনুরাগী মায়ের এই মন্দিরে ছুটে আসেন এবং তারা মায়ের আশীর্বাদ লাভে সেবা, পূজা দিয়ে থাকেন। পবিত্র এই পুনঃনির্মিত মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে আমি গোবিন্দ সাহাকে আহ্বায়ক এবং বিকাশ মজুমদার টিটু ও মানিক ঘোষকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট একটি উদযাপন কমিটি গঠন করা হয়। সেই লক্ষ্যে আমরা কালীবাড়ি পুনঃনির্মিত মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা নিয়ে আন্তরিক চেষ্টা করেছি। আমাদের চেষ্টা ও সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে সু-সম্পন্ন হওয়ায় আমরা আন্তরিক শ্রীশ্রী কালীমায়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশপূর্বক ধন্যবাদ জ্ঞাপন করছি।
উল্লেখ্য, স্থানীয় ২/১টি পত্রিকায় বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী সংবাদ পরিবেশন করতে গিয়ে নরেন্দ্র নারায়ণ চক্রবর্তীকে মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি ও তমাল কুমার ঘোষ মহোদয়কে যুগ্ম সাধারণ সম্পাদক উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়।