প্রকাশ : ২৪ মে ২০২৩, ০০:০০
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল পর্যায়) নির্বাচিত হয়েছেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মোঃ খুরশিদ আলমের কন্যা সাবিহা তাসনিম। বিষয়টি নিশ্চিত করেছেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ আহসানুল হক। সাবিহা তাসনিম হাইমচরের ঐতিহ্যবাহী দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। তার রোল নং ১।
২২ মে সোমবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ চাঁদপুর জেলা কমিটির সদস্য সচিব জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রাণকৃষ্ণ দেবনাথ শিক্ষা সপ্তাহ ২০২৩ শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষকসহ বিভিন্ন বিষয়ে জেলা পর্যায়ে নির্বাচিতদের নাম ঘোষণা করে চিঠি দিয়েছেন। চাঁদপুর জেলায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন মেধাবী শিক্ষার্থী সাবিহা তাসনিম।
২০২৩ সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা সাহিত্যে এবং শিক্ষা সপ্তাহ-২০২৩ ইংরেজি রচনা প্রতিযোগিতায় উপজেলায় ১ম স্থান এবং উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন সাবিহা তাসনিম।
চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় সাবিহা তাসনিমের পিতা চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মোঃ খুরশিদ আলম দুর্গাপুর উচ্চ বিদ্যালয় সকল শিক্ষক, পরিচালনা কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ আহসানুল হকসহ উপজেলা ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন।
মোঃ খুরশিদ আলম তিনি তার কন্যার শিক্ষা জীবনে এ শ্রেষ্ঠত্ব অর্জন যেন ভবিষ্যৎ উচ্চ শিক্ষা অর্জনের অনুপ্রেরণা হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হতে পারে তার জন্যে সকলের দোয়া কামনা করেছেন।