প্রকাশ : ২৪ মে ২০২৩, ০০:০০
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরো তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেবাখাতের সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে ‘পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন : টুওয়ার্ডস্ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলি’ (প্যাকটা) প্রকল্পের আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবা গ্রহণের অভিজ্ঞতার আলোকে তৃণমূল পর্যায়ের সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতাণ্ডজবাবদিহিতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে হানারচর উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে গতকাল ২৩ মে ২০২৩ অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন করা হয়।
হানারচর উপ-স্বাস্থ্য কেন্দ্রিক ১৪ সদস্য বিশিষ্ট অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) আনুষ্ঠানিক ঘোষণা দেন সনাকের সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মোঃ ইমাম হোসেনকে সমন্বয়কারী এবং মাহবুবা আক্তার সোমা ও মোঃ ওমর ফারুক তালুকদারকে সহ-সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হয়। গ্রুপের অন্য সদস্যরা হলেন : মোঃ মমিন হোসাইন রুবেল, মহি কর্মকার, মোঃ আলী আহাম্মদ, বাচ্চু বেপারী, আল আমিন মোল্লা, মোঃ মনির হোসেন, মোঃ নাছির গোলদার, পপি বেগম, নয়ন চন্দ্র দে, ফেরদৌসি বেগম ও শাকিল বেগ।
এ সময় উপস্থিত ছিলেন হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছাত্তার রাঢ়ী, সনাকের সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত, হরিণা চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মুনীর আহমেদ সিদ্দিকী, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানাসহ ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ।