প্রকাশ : ২৪ মে ২০২৩, ০০:০০
![বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমিতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন](/assets/news_photos/2023/05/24/image-33372.jpg)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলি ও কুরি’ শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করেছে বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি। ২৩ মে মঙ্গলবার একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ শাহ মোঃ জালাল উদ্দিন চৌধুরী। গণিত বিষয়ের প্রভাষক নুরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইংরেজি বিষয়ের প্রভাষক আজহার উদ্দিন পাটোয়ারী, জীববিদ্যা বিভাগের প্রভাষক শিপন মজুমদার, রসায়ন বিষয়ের প্রভাষক সানজিদা আক্তার, বাংলা বিষয়ের প্রভাষক সফিউল আলম। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী পিংকি আক্তার ও দশম শ্রেণির শিক্ষার্থী নাছিমা। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার ও গীতা পাঠ করেন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী চৈতি রাণী দাস। আলোচনা সভার শুরুতে জাতীয় সঙ্গীত এবং শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একাডেমির সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।