প্রকাশ : ২৪ মে ২০২৩, ০০:০০
‘বই হোক নিত্যদিনের সঙ্গী, বই নিজে পড়ুন অন্যকে বই উপহার দিন’-এই স্লোগানকে সামনে রেখে ২২ মে দুপুর ১টায় মেহের ডিগ্রি কলেজ ক্যাম্পাসে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফখরুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমানের হাতে কলেজ পাঠাগারের জন্য কলেজের প্রাক্তন শিক্ষার্থী চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের লেখা বই শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেহের ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আহসান উল্লাহ, ক্রীড়া শিক্ষক শেখ আবদুল হান্নান প্রমুখ।
গত ২০ মে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত হামদ/নাত প্রতিযোগিতায় মেহের ডিগ্রি কলেজের মানবিক শাখার একাদশ শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান জেলা পর্যায়ে প্রথম স্থান এবং ইংরেজি বক্তৃতায় একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের সামিয়া আলম ২য় স্থান লাভ করায় তাদের হাতে কলেজ শিক্ষার্থীদের উপস্থিতিতে শুভেচ্ছা উপহার হিসেবে বই প্রদান করেন।
সাংবাদিক হৃদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজের সম্মান ধরে রাখার স্বার্থে সবাইকে নিয়মিত কলেজে আসতে হবে এবং ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে পড়াশোনা করতে হবে। বাবা-মায়ের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে।