প্রকাশ : ২৩ মে ২০২৩, ০০:০০
আজ ২৩ মে মৈশাদী ইউনিয়নের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল ইসলাম মিয়াজীর ১২তম মৃত্যুবার্ষিকী। মরহুম নুরুল ইসলাম মিয়াজী ছিলেন স্বাধীনতা পূর্বকালে তথা তৎকালীন পাকিস্তান আমলের বিডি মেম্বার, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা তৎকালীন বৃহত্তর মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক। তিনি পরবর্তীতে চাঁদপুর জেলা ও মহকুমা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও চাঁদপুর সদর থানা আওয়ামী লীগের বিভিন্ন পদে অধিষ্ঠিত এবং মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সুদীর্ঘকালের সভাপতি এবং এক সময়ে চাঁদপুরের কৃতী প্রাক্তন ফুটবল ও হাডুডু খেলোয়ার ছিলেন।
২৩ মে মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৬ শে মে শুক্রবার বাদ জুমা গ্রামের বাড়ির নিকটবর্তী মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সকল আপনজন আত্মীয় জন পরিবার-পরিজন সহ সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানাইয়েছেন, মরহুমের পুত্রদ্বয় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলাম ও পৌর কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন অনুরোধ জানিয়েছেন।