প্রকাশ : ২৩ মে ২০২৩, ০০:০০
![শাহতলী জিলানী চিশতী কলেজে অভিভাবক সমাবেশ](/assets/news_photos/2023/05/23/image-33335.jpg)
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে ও গভর্নিং বডি-শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২মে (সোমবার) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বলেন, গভর্নিং বডি-ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে আজকের এই সমাবেশ। আপনারা যে সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন, তাতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের অভিভাবক সমাবেশের তাৎপর্য অনেক বেশি এবং অভিভাবকদের উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক। এ অঞ্চলের অনেক অভিভাবক রয়েছেন, যারা কাজ রেখে সমাবেশে এসেছেন। আমরা ধারাবাহিকভাবে অভিভাবক সমাবেশ করবো। আমরা শিক্ষার্থীদের ইনকোর্সের সকল পরীক্ষার ফলাফল অভিভাবকদের হাতে পৌঁছিয়ে দেব। এতে অভিভাবকরা শিক্ষার্থীদের ফলাফল ও তাদের পড়াশুনার বিষয়ে ধারণা অর্জন করতে পারবে।
কলেজের ইংরেজি প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, মোঃ গোলাম সারওয়ার, ফারজানা আক্তার, মোঃ জিয়াউর রহমান, সিনিয়র প্রভাষক মোঃ হানিফ মিয়া, প্রভাষক মোঃ হাবিবুর রহমান, মোঃ মানিক মিয়া, কলেজের অভিভাবক ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল হান্নান সবুজ, গভর্নিং বডির অভিভাবক সদস্য সহকারী শিক্ষক দিদার হোসেন মিজি প্রমুখ।
সমাবেশে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক পারভীন কবির, মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী, মোঃ বারেক গাজী, মোঃ মোহসিন তপাদার ও মোঃ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, আলেয়া চৌধুরী, শামিমা আক্তার, প্রদর্শক মোঃ মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মোঃ শাহাদাত হোসেন, মোঃ মাহবুবুর রহমান, মোসাঃ মনোয়ারা খাতুন, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, অভিভাবক জাকির খান, অভিভাবক ববিতা রাণী, অভিভাবক মোঃ ফজলুল হক পাঠান, অভিভাবক মোঃ রিয়াদ, রৌশনারা বেগম, রোকেয়া বেগম, শাহিনুর বেগম, ঝর্ণা আক্তার, ফাতেমা বেগম, আকলিমা আক্তার, প্রতিমা রাণী, স্বপ্না রাণী, শিউলী বেগম, জেসমিন আক্তার, নাজমা আক্তার, মানছুড়া বেগম, মিনু বেগম, নওজিশ আরা হীরা, কুহিনুর বেগম, শাহিদা বেগম, রেহেনা আক্তার, মাহিনুর বেগম, নাজমা বেগম, তানিয়া আক্তার সহ অন্য অভিভাবকবৃন্দ।
সমাবেশের শুরুতে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদীর ব্যক্তিগত তরফ থেকে কলেজের একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী ও শাহতলী মুন্সিবাড়ি নিবাসী মাসুদ মুন্সির মেয়ে জান্নাতুল ফেরদাউসকে পাঠ্যবই প্রদান করা হয়।