প্রকাশ : ২৩ মে ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জে উপজেলা তৃণমূল আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ](/assets/news_photos/2023/05/23/image-33333.jpg)
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদগঞ্জে তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
সোমবার (২২মে) উপজেলা তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মুজমদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ করে। পরে সিনেমা হল মার্কেটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শরীফ খান, মাহমুদুল হাসান মিরাজ, আলাউদ্দিন ভূঁইয়া, যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্মণ্ডআহ্বায়ক হেলাল উদ্দিন, আল-আমিন পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা জিএম হাছান তাবাচ্চুম, রফিকুল ইসলাম, ইসমাইল পাটওয়ারী, খলিলুর রহমান, পুতুল সরকার, সোহেল মাস্টার, বাহাউদ্দিন বাহার, আঃ সাত্তার পাটওয়ারী, বাবলু, জানিবুল জুয়েল, মাজহারুল ইসলাম নিরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক হৃদয় গাজী প্রমুখ। বিক্ষোভ ও সমাবেশে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা অবিলম্বে আবু সাঈদ চাঁদণ্ডএর কঠোর বিচারের জোর দাবি জানান।