প্রকাশ : ২৩ মে ২০২৩, ০০:০০
![ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দাসপাড়া সার্বজনীন শিব মন্দির নির্মাণ কাজের ভিট পূজা সস্পন্ন](/assets/news_photos/2023/05/23/image-33330.jpg)
অত্যাধুনিক দৃষ্টিনন্দন শিব মন্দির নির্মাণের লক্ষ্যে গতকাল ২২ মে সোমবার সকালে এক মাহেন্দ্রক্ষণে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আনন্দ উৎসাহের মধ্য দিয়ে ভিট পূজা সস্পন্ন করে পুরাণবাজার দাসপাড়া সার্বজনীন শিব মন্দির কমিটি। জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ, এলাকা ও আশপাশের সনাতন ধর্মাবলম্বী মানুষজনসহ সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি মেনে ভিট পূজায় পৌরোহিত্য করেন উত্তম কুমার গোস্বামী। এ সময় ভক্তদের জয় শম্ভু, জয় ভোলানাথ, হর হর মহাদেব ধ্বনিতে পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য সৃষ্টি হয়। তারা ধর্মীয় আবেগে আপ্লুত হয়ে ভগবান শিবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করেন এবং দেশ ও জাতির কল্যাণসহ নিজেদের মঙ্গল কামনা ও মন্দির নির্মাণ কার্যক্রম সুসম্পন্ন হওয়ার লক্ষ্যে প্রার্থনা জানান। এ সময় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা অজয় কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী (পিপি), জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সস্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সস্পাদক লিটন চন্দ্র সাহা, সদস্য জুয়েল কান্তি নন্দু, পূজা উদযাপন পরিষদ চাঁদপুর পৌর কমিটির সভাপতি নেপাল সাহা, সাধারণ সস্পাদক সুমন সরকার জয়, বিশিষ্ট সংগঠক ও ধর্মানুরাগী দুলাল চন্দ্র রায়, সুকান্ত সাহা টিটু, দাসপাড়া সার্বজনীন শিব মন্দির নির্মাণ কমিটির সভাপতি উত্তম কুমার দে, সাধারণ সম্পাদক রাজীব দে, সদস্য শনিরাম দাস, সুখরঞ্জন দাস, শ্যামসুন্দর দাস, উত্তম সাহা, ক্ষুদিরাম দাস, অজিত চন্দ্র দাস, মানিক দাস, দুলাল দাস, শ্যামল দাস, সুখুমার দাস, চন্দন দাস, নিমাই দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি পরিলক্ষিত হয়।
শিব মন্দির নির্মাণ কমিটির সভাপতি উত্তম কুমার দে ও সাধারণ সম্পাদক রাজীব দে জানান, এলাকার যুব সমাজের দীর্ঘদিনের আশা ছিলো আমরা পরমেশ্বর শিবের নামে একটি অত্যাধুনিক দৃষ্টিনন্দন মন্দির নির্মাণ করার। হর হর মহাদেব আমাদের সেই আশা পূরণে সহায় হয়েছেন, আমরা তার আশীর্বাদেই মন্দির নির্মাণে স্থান ক্রয়সহ আজ ভিট পূজা দিতে সক্ষম হয়েছি। আশা করি সকলের সহায়তা নিয়ে অচিরেই আমরা মন্দির নির্মাণ কাজ শুরু করতে পারবো। এজন্যে তারা সকলের সাহায্য সহায়তা কামনা করেন। তারা আরো জানান, মন্দির নির্মাণ কমিটির সহায়তায় আগামী ২ জুন শুক্রবার বারদী লোকনাথ মন্দিরে যাওয়ার লক্ষ্যে পুরাণবাজার কলেজ ঘাট থেকে বিলাসবহুল অগ্রদূত প্লাস লঞ্চটি যাত্রা করবে। বারদী যেতে ইচ্ছুকদের কমিটির সাথে যোগাযোগ করার জন্য তারা অনুরোধ জানান।