প্রকাশ : ২২ মে ২০২৩, ০০:০০
![মতলবে বিএনপি নেতা বিল্লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত](/assets/news_photos/2023/05/22/image-33295.jpg)
মতলব পৌর বিএনপির সাবেক সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান মরহুম বিল্লাল হোসেন সরকারের ১১তম মৃত্যুবার্ষিকীতে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দোয়া-মোনাজাত করা হয়েছে। গতকাল ২১ মে রোববার বাদ আসর হাইস্কুল জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির প্রবীণ নেতা মোল্লা মোঃ জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ শোয়েব আহম্মদ, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মনির হোসেন ফরাজী, সদস্য আনোয়ার ছৈয়াল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ টিটু, মোঃ রিপন সরকার, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও মরহুমের ছেলে মোঃ রবিন সরকার, যুবদল নেতা মোঃ লিটন প্রধান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাদাত হোসেন অভি প্রমুখ।
এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত হাবীব, যুবদল নেতা খোকন সরকার, কাজী সুমন, রাজীব মৃধা, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস সরকার মুন্না, উপজেলা ছাত্রদল নেতা নবীর হোসেন, নজরুল, মোঃ হাসান, মোঃ মানিক, জাবেদ, রবিউল, খোকা মোল্লাসহ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।