প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে থানা প্রশাসনের মতবিনিময় ও ইফতার মাহফিল](/assets/news_photos/2023/03/30/image-31296.jpg)
ফরিদগঞ্জ থানা প্রশাসনের সাথে প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধাবার (২৯ মার্চ) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
ইফতারের পূর্বে প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নান। অনুষ্ঠানে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন।
ইফতার মাহফিলে থানার উপ-পুলিশ পরিশর্দক জামাল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠান, নূরুন্নবী নোমান, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, সহ-সভাপতি মশিউর রহমান, আমান উল্যাহ আমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।