প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ০০:০০
![ওরা এতিম, উপহার পেলেই আনন্দটা চরম](/assets/news_photos/2023/03/30/image-31295.jpg)
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কস্থ আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে বিশ্ব রোটার্যাক্ট সপ্তাহ উপলক্ষে রোটার্যাক্ট ক্লাব চাঁদপুর জোনের পক্ষ থেকে ছাত্রদের মাঝে টুপি বিতরণ করা হয়। ৬ রমজান বুধবার বিকেলে টুপি বিতরণ করেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সভাপতি শাহরিয়ার খান হিমেল, ক্লাব সার্ভিস ডিরেক্টর ওবায়দুর রহমান ও চাঁদপুর সেন্ট্রাল গার্ডেন রোটার্যাক্ট ক্লাবের সভাপতি নজরুল ইসলাম নিলয়। এতিমখানার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী জানান, ওরা এতিম। উপহার পেলেই এদের আনন্দটা চরম হয়।