মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ০০:০০

শাহরাস্তিতে অ্যাডঃ এহসানুল গণির স্মরণে দোয়া ও ইফতার
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মরহুম এহসানুল গণি পাটওয়ারীর কবর জিয়ারত, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে ২৯ মার্চ

বুধবার বিকেলে এ দোয়ার আয়োজন করা হয়। ইফতারের পূর্বে মরহুমের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তাহের জুয়েল।

শাহরাস্তি পৌরসভার ১১নং ওয়ার্ডের ভাটনিখোলা ভূঁইয়া বাড়ি মসজিদ সংলগ্ন টামটা আল-ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় ইফতারের আয়োজন করা হয়।

কবর জিয়ারত ও ইফতারে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম. রফিকুল হাসান রিপন, সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সমিতির সদস্য অ্যাডঃ সাইফুল ইসলাম পাটওয়ারী, অ্যাডঃ মনির হোসেন, অ্যাডঃ ওমর ফারুক টিটু, অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাডঃ আবদুল মান্নান মিয়াজী, অ্যাডঃ কামাল হোসেন, অ্যাডঃ মাহবুব আলম, অ্যাডঃ আলাউদ্দিন সৈকত, মরহুমের বাবা মেহের উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক পাটওয়ারী, চাচা লিয়াকত হোসেন পাটওয়ারী, ভাই এনামুল গণি পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগরসহ পরিবারবর্গের সদস্য এবং স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিগণ-মাদাসার ছাত্র-শিক্ষকবৃন্দ।

উল্লেখ, অ্যাডঃ এহসানুল গণি পাটওয়ারী ২০২০ সালের ১১ জুলাই করোনাকালীন সময়ে মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়