প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ০০:০০
![অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী আন্দোলনের শেখ মুহাঃ জয়নাল](/assets/news_photos/2023/03/30/image-31291.jpeg)
চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহীমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আলমগীর দিদারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই খবর জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহাঃ জয়নাল আবদীনের নেতৃত্বে চাঁদপুর জেলা আন্দোলনের একটি প্রতিনিধি দল।
গত ২৭ মার্চ বিকেল ৫টায় আলমগীর দিদারের বসত ঘরটি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরনের কাপড় ব্যতীত ঘরের কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। সর্বস্ব হারিয়ে আলমগীর দিদার প্রায় দিশেহারা। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে তেমন কোনো সহযোগিতার আশ্বাস পাননি। বর্তমানে তার মাথা গোঁজার ঠাঁইটুকু পর্যন্ত নেই।
ক্ষতিগ্রস্ত পরিবারের সব খোঁজ-খবর জানার পর ইসলামী আন্দোলনের নেতা শেখ মুহা জয়নালসহ অন্যরা দুর্ঘনাস্থল পরিদর্শন করে তাদেরকে সান্ত¡না দেন এবং বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এ সংগঠনটির জন্মই হয়েছে অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। পরে সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাঃ জয়নাল আবদীন অসহায় পরিবারের অভিভাবক আলমগীর দিদারের হাতে ঘর পুনঃনির্মাণের জন্য দুই বান্ডেল ঢেউটিন, নগদ অর্থ, শাড়ি-লুঙ্গিসহ সাংসারিক প্রয়োজনীয় সরঞ্জামাদি তুলে দেন।
শেখ মুহাঃ জয়নাল বলেন, স্থানীয় আন্দোলনের নেতা-কর্মী, দলমত নির্বিশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাপক উপস্থিতি আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করেছে।
জেলা প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডাঃ বেলাল হোসাইন, চাঁদপুর শহর শাখার সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, জেলা সহ-দপ্তর সম্পাদক মোঃ আসাদুল্লাহ সুমন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি মানসুর আহমেদ, চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারী মাওঃ মজিবুর রহমান, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহাঃ সেলিম হোসাইন, মোঃ মনির হোসেন, আহসানউল্লাহ, ওমর ফারুক, ছাত্রনেতা ফয়সাল সহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ইব্রাহিমপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আবুল বাসার, সহ-সভাপতি মাওঃ আব্দুল মালেক ও সেক্রেটারী মোঃ হারুনুর রশিদ মিজিসহ সহযোগী সংগঠনের সকল নেতাকে এই মহতী উদ্যোগ গ্রহণ করার জন্যে সংগঠনের পক্ষ হতে ধন্যবাদ জানানো হয়।
পরিশেষে অসহায় পরিবারের জন্যে মহান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা হয়।