মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ০০:০০

সভাপতি মোঃ মিজান, সম্পাদক বাবুল মোল্লা, সাংগঠনিক সৈয়দ গাজী
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন বিএনপির ৯ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে সদর উপজেলা বিএনপি।

গত মঙ্গলবার সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান স্বাক্ষরিত পত্রে কমিটির অনুমোদন দেয়া হয়। পরে সন্ধ্যায় বাগাদী ইউনিয়ন বিএনপির অনুমোদনকৃত নতুন কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লার হাতে এই কমিটি তুলে দেন সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শরীফ হোসেন। এ সময় বাগাদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ কবিরাজ সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুমোদিত নতুন কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবদুল হাই মিয়াজী, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন ভুট্টু (মেম্বার), সহ-সভাপতি এম. এ. রাজ্জাক খোকন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাহাদুর, মোঃ তাহের কবিরাজ ও সাংগঠনিক সম্পাদক মোঃ সৈয়দ হোসেন গাজী।

উল্লেখ্য, আগামী ১৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ছবিসহ সদর উপজেলা বিএনপির নিকট জমা প্রদান করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়