মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ০০:০০

চাঁদপুর সরকারি কলেজে বিজ্ঞান ক্লাব উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি ॥

চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে বিজ্ঞান ক্লাব কলেজ-শিক্ষক সম্মেলন কক্ষে বুধবার (২৯ মার্চ) বেলা ১১টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন। একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে এ বিজ্ঞান ক্লাব গঠন করা হয়।

দ্বাদশ বিজ্ঞানের ছাত্র মোঃ নাফিস উল হক সিফাতকে সভাপতি এবং প্রীতম ঢালীকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক গোপাল কৃষ্ণ ভৌমিক এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহসীন আরাফাত চাঁদপুর সরকারি কলেজ বিজ্ঞান ক্লাবের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন। দ্বাদশ বিজ্ঞানের শিক্ষার্থী আবীর মুনতাছির চাঁদপুর সরকারি কলেজের বিজ্ঞান ক্লাবের লক্ষ্য এবং উদ্দেশ্য উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের অবহিত করেন।

পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক গোপাল কৃষ্ণ ভৌমিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ আলী আজগর ফকির, ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শাহ মোঃ মাছুম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ বলেন, আমি খুবই আনন্দিত হয়েছি যে, শিক্ষার্থীরা নিজেরা উদ্যোগী হয়ে চাঁদপুর সরকারি কলেজ বিজ্ঞান ক্লাব গঠন করেছে। আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এই বিজ্ঞান ক্লাবকে এগিয়ে নিতে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। তোমরাই হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ নির্মাণের দক্ষ কারিগর।

কলেজ অধ্যক্ষ বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীদের মাধ্যমে বড় পরিসরে একটি বিজ্ঞান মেলা বা বিজ্ঞান উৎসব করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি। কলেজের এই বিজ্ঞান ক্লাবের শুধু চাঁদপুর নয়, সারা বাংলাদেশে এর খ্যাতি এবং সুফল ছড়িয়ে পড়বে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার, ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদার এবং চাঁদপুর সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের পঞ্চাশজন শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়