প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ০০:০০
![চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা](/assets/news_photos/2023/03/28/image-31215.jpg)
গত ২৫ মার্চ সকালে চাঁদপুর শহরের রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মার্কেটের ‘বি’ বক্লে সংগঠনের কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের (গভঃ রেজি নং চট্টঃ ২৮০৭) সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সভার শুরুতে বার্ষিক আয়-ব্যয়ের হিসেব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা। পরে উপস্থিত সকল মার্কেট ব্যবসায়ীর উপস্থিতিতে সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন আনু বলেন, আমরা এই মার্কেট কমিটির বর্তমান কার্যকরী পরিষদ আপনাদের রায়ে নির্বাচিত হওয়ার পর আপনাদের সকলের সহযোগিতায় মার্কেটে নামাজ পড়ার ব্যবস্থা, মার্কেটের সৌন্দর্য বৃদ্ধি এবং মার্কেটের দোকানদারদের মালামাল বৃষ্টিতে যাতে ভিজে যেনো না যায় সেই ব্যবস্থা করেছি। মার্কেটে আগত ক্রেতারা পণ্য ক্রয় করতে এসে যেনো বৃষ্টিতে না ভিজে, অতি গরমে কষ্ট যেনো না পায়, সেই ব্যবস্থা গ্রহণ করেছি। এখন মার্কেট অনেক সুন্দর হয়েছে। এ সৌন্দর্যের কারণে মার্কেটে ক্রেতাদের সমাগম বৃদ্ধি পেয়েছে। ফলে দোকানের ভ্যাল্যু বৃদ্ধি পেয়েছে। এক সময় অর্থাৎ ২০১৩-১৪ সালে সন্ত্রাসী, চাঁদাবাজদের দৌরাত্ম্য ছিল এ মার্কেটে। তারা দোকান থেকে মালামাল নিয়ে যেতো। ব্যবসায়ীরা হয়রানির শিকার হতো। সমিতির বর্তমান কমিটি দায়িত্ব নেয়ার পর রেলওয়ে হকার্স মার্কেটের ব্যবসায়ীরা সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত হয়েছে। এই ঐক্যের ধারা আমাদের সবাইকে ধরে রাখতে হবে। আমাদের মার্কেটের বৈদ্যুতিক ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেছে, আমরা চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা করতে। আমরা এমন একটা ট্রান্সফর্মার পেয়েছি, যা ২/৪ দিনের মধ্যে স্থাপন করা হবে। আমরা সরকারের বিধি-বিধান, নিয়মণ্ডকানুন মেনে চলতে হবে। আমরা ওয়াচ টাওয়ার করবো, মার্কেটে চুরি রোধে এ কাজ করা হবে।
অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সমবায় অফিসের মাঠ কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, ব্যবসায়ী শাহ জালাল, হেদায়েত উল্যাহ, আল নোমানসহ আরো অনেকে।
সভায় উপস্থিত সকল সদস্য ও মার্কেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে পুনরায় সভাপতি পদে আলহাজ্ব আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক পদে হাফেজ জাকির হোসেন মৃধার নাম প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। পরে আরো ক’টি পদে নাম প্রস্তাব ও সমর্থন করে নি¤েœাক্ত কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন আনু, সিনিয়র সহ-সভাপতি মহসীন, সহ-সভাপতি মজিবুর রহমান আখন্দ, সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, সহ-সাধরণ সম্পাদক আল আমিন, খোকন গাজী, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আলী হোসেন, প্রচার সম্পাদক রাসেল পাটোয়ারী, সদস্য আমিনুল ইসলাম, হানিফ মাল, দোলোয়ার হোসেন ঢালী, মাহবুব আলম খোকা ও ইসমাইল হোসেন।
এরপর সমিতির পক্ষ থেকে অতিথি ও সমিতির সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।