প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ০০:০০
![চাঁদপুর জেলা আওয়ামী লীগের মহান স্বাধীনতা দিবস পালন](/assets/news_photos/2023/03/28/image-31211.jpg)
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর বাঙালির অবিসংবাদিত নেতা মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এরপর দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকারে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উক্ত কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও পৌর আওয়ামী লীগ, জেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।