প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ০০:০০
হাইমচর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরায় আটক ৬ জেলেকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন : নূরুল হক (৫৫), ইকবাল (৪০), ভুট্টো বেপারী (৫৫), মোহন হাওলাদার (৪৫), মোশারফ বেপারী (৩০) ও মোঃ মনির হোসেন (৩৫)। এসব জেলের বাড়ি হাইমচর উপজেলার চরভৈরবী ও নীলকমল এলাকায়। শুক্রবার (২৪ মার্চ) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ।
তিনি বলেন, ২৩ মার্চ সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা টাস্কফোর্স অভয়াশ্রম এলাকার চরভৈরবী ও সাহেবগঞ্জ এলাকা থেকে জাটকা নিধন প্রতিরোধ অভিযান পরিচালনা করে মাছ ধরাবস্থায় হাতে নাতে ৬ জেলেকে আটক করেন। অভিযানকালে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী, কোস্টগার্ড হাইমচর নয়ানি আউটপোস্টের কন্টিনজেন্ট অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।