মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০০:০০

প্রথম রমজানে এতিমদের নিয়ে অ্যাডঃ সেলিম আকবরের ইফতার
স্টাফ রিপোর্টার ॥

প্রথম রমজানে এতিমদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।

গতকাল ২৪ মার্চ শুক্রবার প্রথম রমজান চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাটস্থ বায়তুল আমান জামে মসজিদের ৩য় তলায় চাঁদপুর দারুছ ছুন্নাত দ্বীনিয়া মাদ্রাসা ও দারুছ ছুন্নাত আজিজিয়া হাফেজিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চেয়ারম্যানঘাটা বায়তুল আমান জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওঃ সাইফুদ্দিন খন্দকার।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডঃ সেলিম আকবর, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ শফিউল ইসলাম, মসজিদ কমিটির সদস্য অ্যাডঃ ইউসুফ আলী, সদস্য ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ছালেহ আহমদ, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শওকত আলী, জেলা আইনজীবী সমিতির জেনারেল অডিটর ও চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরামসহ আইনজীবী, স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিগণ।

উল্লেখ্য, প্রতি বছর রমজানের প্রথমদিনে অ্যাডঃ সেলিম আকবর এতিমদেরসহ স্থানীয়দের নিয়ে ইফতারের আয়োজন করে থাকেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়