মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ০০:০০

কামতা বাজারে সোনালী ব্যাংক এজেন্ট শাখার উদ্বোধন
পাপ্পু মাহমুদ ॥

ফরিদগঞ্জের কামতা বাজারে সোনালী ব্যাংক লিমিটেডের আউটলেটের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কামতা মধ্য বাজারের রশিদ প্লাজার ২য় তলায় এ শাখাটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের চাঁদপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ফারুখ হাসান। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের চাঁদপুর প্রিন্সিপাল অফিসের সিনিয়র অফিসার পরশ মুন্সী, ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, চান্দ্রা আবদুল হাকিম চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান কিরণ, কামতা বাজার সোনালী ব্যাংক আউটলেটের প্রোপাইটর এমরান হোসেন চৌধুরী।

ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন মিলন চৌধুরী, সোনালী ব্যাংক গাজীপুর বাজার শাখার ম্যানেজার সনজীব চক্রবর্তীর সভাপতিত্বে ও শিক্ষক বিল্লাল হোসেন খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা নেছার আহমেদ।

উপস্থিত ছিলেন কামতা বাজার সোনালী এজেন্ট ব্যাংকিং সফটওয়্যার অপারেটর (অফিসার) এসএম রবিউল ইসলাম, এসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) মোহাম্মদ আলী মজুমদার, অফিস সহকারী মোঃ মেহেরাজ হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কামতা বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়