মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে ছাত্র হিযবুল্লার মাহে রমজানের আগমনে স্বাগত মিছিল
শামীম হাসান ॥

পবিত্র মাহে রমজানের শুভাগমন উপলক্ষ্যে ফরিদগঞ্জ ছাত্র হিযবুল্লার আয়োজনে স্বাগত মিছিল বের করা হয়। ২২ মার্চ বুধবার সকালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শুরু হওয়া মিছিলটি ফরিদগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। ‘আহালান সাহালান, হে মাহে রমজান, রমজানের পবিত্রতা রক্ষা কর করতে হবে, দিনের বেলায় খাবার হোটেল বন্ধ কর করতে হবে’- এমন স্লোগানে মুখরিত হয়ে উঠে মাহে রমজানের স্বাগত মিছিলটি।

পরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান ছালেহীর সঞ্চালনায় ও সভাপতি মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপ্রধানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মমিনুল ইসলাম খান। সমাপনী বক্তব্য ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সন্তোষপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাছান মুহাম্মদ ছাইফুল্লা। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মহসিন খান, ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, যে ব্যক্তি মাহে রমজান পেয়েও নিজেকে পাপমুক্ত করতে পারেবে না এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। সেজন্যে রমজান মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের নিজেদেরকে সকল পাপ কাজ থেকে সংযত রাখতে হবে। এ সময় বক্তারা ফরিদগঞ্জ বাজারের সকল দোকানদারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজানে দিনের বেলায় সকল খাবারের হোটেল বন্ধ রাখার পাশাপাশি কোনো প্রকার সিন্ডিকেট না করে ইফতার সামগ্রীসহ সকল প্রকার নিত্যপণ্যের দাম কম রাখার চেষ্টা করতে হবে।

এর আগে আলোচনা সভার শুরুতে কুরআন তিলাওয়াত করেন মাওলানা মুহাম্মদ ফয়েজ আহমেদ এবং মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী সংগীত পরিবেশন করেন জুলফিকার হামদ্ নাত ফরিদগঞ্জ উপজেলা শাখার সংগীতশিল্পীরা। উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়