মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ০০:০০

চাঁদপুর সরকারি কলেজের ৩ জন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তার প্রফেসর পদে পদোন্নতি
প্রেস বিজ্ঞপ্তি ॥

চাঁদপুর সরকারি কলেজের ৩ জন বিসিএস (সাধারণ শিক্ষ) ক্যাডার কর্মকর্তা অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন। সোমবার (২০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ অধিশাখার উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির আদেশ জারি করা হয়। চাঁদপুর সরকারি কলেজের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা হলেন : ইতিহাস বিভাগের শেখ মোঃ খলিলুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের শোঃ শওকত ইকবাল ফারুকী এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোঃ রফিক উল্লাহ। বুধবার ২২ মার্চ বেলা ১১টায় পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক কর্মকর্তাবৃন্দ কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সাথে দেখা করতে এলে অধ্যক্ষ তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রফেসর অসিত বরণ দাশ ৩ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় শিক্ষামন্ত্রী এবং চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ নিজেদের শ্রম ও মেধা দিয়ে চাঁদপুর সরকারি কলেজের চলমান শিক্ষা কার্যক্রম আরো গতিশীল করতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (কলেজ ও প্রশাসন), চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এবং পদোন্নতি কার্যক্রমে যুক্ত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় শিক্ষক পরিষদের সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছানসহ শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়