প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ০০:০০
![চাঁদপুরে ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল](/assets/news_photos/2023/03/24/image-31072.jpg)
রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ, নিত্যপণ্যের দাম স্থিতিশিল রাখা ও সকল প্রকার বেহায়াপনা বন্ধের দাবিতে চাঁদপুর ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২ মার্চ বুধবার বিকেলে চাঁদপুর শহরের শপথ চত্বরে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন।
জেলা ইসলামী আন্দোলনের সহ প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক এইচএম নিজাম ও পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীরের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি গাজী মোঃ হানিফ, সেক্রেটারী কেএম ইয়াসীন রাশেদ সানী, সাংগঠনিক সম্পাদক শাহজামাল কাজী সোহাগ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলাানা হেলাল আহমাদ, পৌর ইসলামী আন্দোলনের সহ সভাপতি মাওঃ আব্দ্লুলা আল মামুন, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওঃ আবুল বাশার তালুকদার, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন প্রমুখ।