প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ০০:০০
![নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া](/assets/news_photos/2023/03/22/image-30995.jpg)
কচুয়ায় নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় ২০২৩ সালের দাখিল পরীক্ষা উপলক্ষ্যে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মাদ্রাসা মিলনয়াতনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল প্রধান জালাল।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.এস.এম. ফখরুদ্দিনের সভাপ্রধানে ও আরবি প্রভাষক মাওলানা শরীফ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, হেড মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামান, মুহাদ্দিস মাওলানা মাসুদুল আলম, সহকারী অধ্যাপক মাওলানা দেলোয়ার হোসেন ও মাওলানা আ.ন.ম. ইউসুফ, আরবি প্রভাষক নূর আহমদ আজাদ, ইংরেজি প্রভাষক শাখাওয়াত হোসেন প্রমুখ। পরে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস মাওলানা নূরুজ্জামান।