প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০০:০০
![প্রতিবন্দ্বী মারজানাকে হুইলচেয়ার দিলেন চাঁদপুর পৌর মেয়র](/assets/news_photos/2023/03/21/image-30956.jpeg)
গতকাল ২০ মার্চ দুপুর ২টায় চাঁদপুর পৌরসভায় পূর্ব রামদাসদী এলাকার প্রতিবন্ধী মারজানা আক্তারকে হুইল চেয়ার দিয়েছেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। ১০ বছর বয়সী প্রতিবন্ধী মারজানা শারীরিকভাবে চলাফেরা করতে অক্ষম। তার মা তানিয়া আক্তার তাকে পৌর মেয়রের কাছে নিয়ে আসে। তানিয়া আক্তার পৌর মেয়রের কাছে একটি হুইল চেয়ারের দাবি জানায়। মেয়র জিল্লুর রহমান জুয়েল তাৎক্ষণিক তার জন্যে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেন।
প্রতিবন্ধী মারজানার মা তানিয়া জানায়, চাঁদপুর পৌরসভার মেয়র মহোদয়ের মাধ্যমে আমার মেয়ে প্রতিবন্ধী ভাতা পায়। আমার মেয়ে শারীরিক প্রতিবন্ধী। চলাফেরা করতে অক্ষম। তাকে সাথে নিয়েই থাকতে হয় সবসময়। তাই পৌর মেয়র মহোদয়ের কাছে একটি হুইল চেয়ার চাইলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা করেন।