প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০০:০০
![বাকশাল সরকারের একতরফা নির্বাচন এ দেশে আর হবে না](/assets/news_photos/2023/03/21/image-30953.jpg)
চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ড যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ মার্চ বিকেল ৪টায় নতুনবাজার দক্ষিণ গুণরাজদী আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী। তিনি তার বক্তব্যে বলেন, দেশের জনগণ জেগে উঠেছে। বাকশাল সরকারের একতরফা নির্বাচন আর হতে দেয়া হবে না। এ সরকারকে হটিয়ে জনগণের সরকার বসাতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবেনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যা সেলিম, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেন মাঝি, অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ ইউসুফ খলিফা।
বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাছির আহমেদ ভূঁইয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল গাজী বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন বেপারী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ রাজ্জাক হাওলাদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন পাটওয়ারী, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বারেক ভূঁইয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক শাজাহান কবির খোকা।
এ সময় যুবদলের স্থানীয় নেতা-কর্মী ও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।