প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০০:০০
![এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো স্বপ্নছায়া সামাজিক সংগঠন](/assets/news_photos/2023/03/21/image-30952.jpg)
ফরিদগঞ্জের ১৪নং দক্ষিণ ইউনিয়নের স্বপ্নছায়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রেজওয়ানুর রহমান রিজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিরবাজার কলেজের অধ্যক্ষ হাফিজ আল মামুন। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কালিরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ করিম, কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন সেলিম, মোঃ মহসিন পাটোয়ারীসহ বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ অন্যরা।
সংবর্ধনা ও কুইজের ফলাফল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহমুদ হাসান, দেওয়ান মোঃ রাসেদ হোসেন, মোঃ সামছুল ইসলাম রনি, মোঃ সাইফুল ইসলাম নিশু, সানজিদ পাটোয়ারী, বিপুল মৃধা, মোঃ রাসেল আহমেদ, মেহেদী হাসান, মোঃ জাহিদ হোসেন, মোঃ শাকিল আহমেদসহ অন্যরা।