মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ০০:০০

নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ মার্চ শনিবার সকালে উপজেলার নারায়ণপুর পাটোয়ারী বাড়ির সামনে ৩নং খাদেরগাঁও ইউনিয়নের তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণের পূর্বে আলোচনা সভায় ফাউন্ডেশনের সভাপতি এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এএসএম মাহাবুব।

ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন পাটোয়ারী ও সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন পাটোয়াারীর যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য ও আমেরিকা প্রবাসী মোঃ আবু নাছের পাটোয়ারী, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, সাবেক চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন, বাংলাদেশ সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি মোঃ জাকির হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, ইউপি সদস্য আব্দুল মতিন, মোস্তফা খন্দকার, শহীদ মিয়াজী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিলানী তালুকদার, সাবেক শিক্ষক মোঃ নূরুল ইসলাম পাটোয়ারী, শফি উল্যাহ পাটোয়ারী, সমাজসেবক মিজানুর রহমান পাটোয়ারী, আব্দুল মতিন পাটোয়ারী ভুলু, ইউসুফ পাটোয়ারী, ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ জামাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাটোয়াারী, সদস্য মাসুদ পাটোয়ারী, বাবু পাটোয়ারী, সেলিম পাটোয়ারী, সোলাইমান পাটোয়াারী, সুমন পটোয়ারী, রুবেল পাটোয়ারী, কাদির পাটোয়ারী, কবির পাটোয়ারী, ইব্রাহিম পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়