প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ০০:০০
![মধুসূদন উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন](/assets/news_photos/2023/03/20/image-30916.jpg)
বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকি উদযাপিত হয় পুরানবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ে। এই উপলক্ষে ১৭ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০টায়, বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক গান, বঙ্গবন্ধুর প্রতিকৃতি অংকন, কবিতা আবৃত্তি, জাতির পিতার জীবনাদর্শভিত্তিক রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন বিদ্যালয় প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল চন্দ্র রায় ও মোহাম্মদ হোসাইনের যৌথ পরিচালনায় এসময় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক বিমল চৌধুরী, সিনিয়র সহকারী শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, শাহীন সুলতানা, সিক্তা সাহা, তাপসী চক্রবর্তী, গীতা মজুমদার , বিশ্বজিৎ চন্দ, ওয়াহিদুর রহমান লাভু, অমল নন্দী, মামুন মজুমদার, মঈন উদ্দিন খান, আছমা আক্তার, বিন্তী ঘোষ, তনুশ্রী সাহাসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাসের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীগন এদিন সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।