প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ০০:০০
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
পালনকৃত কর্মসূচির মধ্যে ছিলো ১৭ দিবসের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, শিশু ওয়ার্ড সুসজ্জিতকরণ, শিশু রোগীদের মধ্যে খেলনা-চকলেটসহ নানা উপহার প্রদান, হাসপাতালের রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন,বঙ্গবন্ধুর আত্মজীবনী ও স্বাস্থ্যখাত নিয়ে ভাবনা এবং স্বাস্থ্যখাতে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে ও আবাসিক চিকিৎসক (আরএমও) মুজাম্মেল হোসেনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, সেবিকাগণসহ অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।