প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদ কর্তৃক জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে চাঁদপুর শহরের বকুলতলা অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল শেষে কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি মাসুম হোসেন শিপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহআলম সরদার, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য এম.কে. আরশাদ খান ও আবুল হাসেম, যুগ্মণ্ডসম্পাদক সাইফুল ইসলাম রাকিবের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক বাবু সরকার, বিল্লাল হোসেন ভূইয়া, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক মিয়াজি, সম্মানিত সদস্য জাকির হোসেন খান, মোঃ দুলাল মাঝি, মোঃ মিন্টু খানসহ জেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।