প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০০:০০
![বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া](/assets/news_photos/2023/03/19/image-30873.jpg)
গত ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ চাঁদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের সভার সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ। বঙ্গবন্ধু ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করীম বিপ্লবের সঞ্চলনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ডাঃ হারুনুর রশীদ।
বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্যা। অধ্যাপক মোঃ তাজুল ইসলাম হাওলাদার, অধ্যাপক মোঃ মাহাবুব আলম শাওন, অধ্যাপক মোতাহার হোসেন খান মিঠু, অধ্যাপক মানব মিশ্র, অধ্যাপক মোঃ শাহাদাত, অধ্যাপক মোঃ মামুন হাওলাদার।
আলোচনা শেষে শিশুদের নিয়ে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ নজরুল ইসলাম মজুমদার (সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখা)।