মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০০:০০

হাজীগঞ্জ মডেল কলেজে বাউবির এইচএসসি প্রোগ্রামের নবীনবরণ
স্টাফ রিপোর্টার ॥

উন্মুক্ত ও দূরশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিয়ে উন্নত ও সমৃদ্ধশালী জাতি গঠনে কাজ করছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। গত ১০ মার্চ হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ বাউবির এইচএসসি প্রোগ্রামের ২২ ব্যাচের ১ম বর্ষের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে বাউবি চাঁদপুরের উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম পরিচালক মোঃ ইব্রাহিম খলিল প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তিনি বলেন, বাউবি শিক্ষাগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণের জন্য ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার হার বৃদ্ধি করে উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, চাঁদপুরে বাউবির এসএসসি, এইচএসসি ও বিএবিএসএস প্রোগ্রাম চালু রয়েছে। সকলকে তাদের নিকটজনকে আগ্রহী করে তোলে উচ্চশিক্ষার আলো গ্রহণে উদ্বুদ্ধ করতে বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন। শিক্ষকদের মধ্যে সহকারী অধ্যাপক ফারুক আহম্মদ, সহকারী অধ্যাপক মুজিবুর রহমান ও সহকারী অধ্যাপক সুভাষ চন্দ্র বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের মধ্যে ক’জন অনুষ্ঠানে তাদের জীবনের গল্প বলেন ও সঙ্গীত পরিবেশন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়