প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০০:০০
![কচুয়ায় আওয়ামী লীগ নেতা বিল্লাল খানের জানাজা সম্পন্ন](/assets/news_photos/2023/03/19/image-30871.jpg)
কচুয়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মুক্তার খানের পিতা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা বিল্লাল খান (৯৫) শুক্রবার সকালে নিজ বাড়ি গুলবাহার গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আসর উপজেলার কাদলা ইউনিয়নের আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে আত্মার মাগফিরাত কামনা করে টেলিকনফারেন্স বক্তব্য রাখেন মরহুমের চাচাতো ভাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম লালু, মরহুমের সন্তান মুক্তার খান। জানাজা শেষে গুলবাহার খান বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।