প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ০০:০০
![নারী শিক্ষার প্রতি সবাইকে গুরুত্ব দিতে হবে](/assets/news_photos/2023/03/17/image-30792.jpg)
ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর ছাদেকিয়া বালিকা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বর্ণিল আয়োজনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনা অফিসার ফরিদগঞ্জের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) রাশেদুল মান্নান।
প্রধান অতিথি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) রাশেদুল মান্নান তাঁর বক্তব্য বলেছেন, নারী শিক্ষার প্রতি সবাইকে গুরুত্ব দিতে হবে। নারী শিক্ষাকে এগিয়ে নিতে বর্তমান আওয়ামী লীগ সরকার নানাবিধ কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, সুশিক্ষিত নারীরা এখন দেশের কল্যাণে সবক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছেন। সরকারও নারী শিক্ষাকে আরো বেশি গুরুত্ব দিয়ে শিক্ষাখাতে বরাদ্দ বাড়িয়েছে। যে কারণে এখন শিক্ষার্থী ঝড়ে পড়ার সংখ্যাও আগের থেকে অনেক কমে আসছে।
অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুন অর রশিদ সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র মাহফুজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ শহীদ উল্লা তফাদার, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউদ ওই এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী।
মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালামের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মাওলানা মোস্তফা কামাল উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন।