প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জে ৩১ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার](/assets/news_photos/2023/03/16/image-30763.jpg)
মুজিববর্ষ উপলক্ষে ফরিদগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত উপহারের ৪র্থ ধাপে পাচ্ছে ৩১টি পরিবার। প্রথম ধাপে ২৫টি ভূমিহীন পরিবার পেয়েছে ভূমিসহ পাকা ঘর। নির্মাণাধীন ঘরগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে।
এ পর্যায়ে ফরিদগঞ্জ পৌর এলাকার নোয়াগাঁও গ্রামে মনোরম পরিবেশে নির্মিত ১৭টি ও রূপসা এলাকার সর্দারপাড়ায় ১৪টি নির্মাণাধীন গৃহনির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নিতে বুধবার (১৫ মার্চ) দুপুরে সরেজমিন পরিদর্শনে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমুন্নেছা।
পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। অসহায় ও অসচ্ছল পরিবারগুলো যেনো তাদের মৌলিক অধিকারগুলো পায় সেজন্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন ভাতা প্রদানসহ ঘোষণা অনুযায়ী মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে ভূমিহীনদের ভূমিসহ পাকা ঘর প্রদান করছে। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা বলেন, আমরা চতুর্থ পর্যায়ে ৩১টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার পরিবারের মাঝে তুলে দেয়ার জন্যে সকল প্রস্তুতি সম্পন্ন করার যথাসাধ্য চেষ্টা করছি। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সার্বক্ষণিক দিকনির্দেশনায় সকল কাজ সুচারুরূপে সম্পন্ন করা হচ্ছে। ভূমিসহ ঘরের সাথে সুবিধাভোগীদের জন্যে থাকছে চলাচলের রাস্তা, সুপেয় পানি ও বিদ্যুতের ব্যবস্থা। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠান, সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস, ভূমি কর্মকর্তার কার্যালয়ের সার্ভেয়ার আবু বকর সিদ্দিক, পৌর ভূমি কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলামসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।