প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০০:০০
![কচুয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত](/assets/news_photos/2023/03/16/image-30756.jpg)
‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’-প্রতিপাদ্য সামনে রেখে কচুয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি পালনকল্পে বুধবার পরিষদ চত্বরে র্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জাবের মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোফায়েল হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেন প্রমুখ।