মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:০০

২নং বালক সপ্রাবির বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ১৩ মার্চ সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

সকাল ১০টায় উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভায় প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল গোস্বামী।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী মাঝি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু যখন পাকিস্তান কারাগারে বন্দি তখনও পাকিস্তানিরা বঙ্গবন্ধুর বুকে গুলি চালাতে সাহস করেনি। অথচ স্বাধীনাতার পরে বঙ্গবন্ধুর বুকে গুলি চালিয়েছে এই দেশের কিছু কুলাঙ্গার। পাকিস্তানের দোসর রাজাকার, জামায়াত-বিএনপি বঙ্গবন্ধুকে হত্যার পর এই দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলো।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা আবারো রাষ্ট্র ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। দেশের জনগণ ২০১৮ সালের নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবেন। আমাদের মাটি ও মানুষের নেত্রী ডাঃ দীপু মনি এমপি নির্বাচিত হয়ে আমাদেরকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করেছেন। তিনি চাঁদপুরে ব্যাপক উন্নয়ন করেছেন। আগামী সংসদ নির্বাচনে ডাঃ দীপু মনি এমপিকে আবারো বিপুল ভোটে নির্বাচিত করে আমরা তাঁর প্রতিদান দিবো।

বিকেলে সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ সাদেক হোসেন প্রমুখ।

২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ধ্রুবরাজ বণিকের সঞ্চালনায় দুই পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মহিলা কাউন্সিলর ফেরদৌসি বেগম, বিদ্যালয়ে শিক্ষক অভিভাবক কমিটির বিএম ওমর ফারুক, জাকির হোসেন খান শিপন, তাপস দত্ত, সোলেমান ঢালী, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মোবারক বেপারী, তানভীর আহমেদ প্রমুখ।

অতিথিদের অভ্যর্থনা এবং ক্রীড়া প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাকছুদুল মাওলা, হালিমা আক্তার, পুতুল রাণী দেবী, আবু নাছের মোঃ পারভেজ, তাছলিমা নজনীন, মোহছেনা অক্তার, সুব্রত রায়, নাছিমা আক্তার, তনুশ্রী ঘোষ, প্রিয়াংকা সরকার, নিপা মাওয়া ও ফারজানা আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়