প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০০:০০
শাহরাস্তি প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত। গত ১০ মার্চ সন্ধ্যায় শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, সদস্য ফয়েজ আহমেদ, জামাল হোসেন, মহিউদ্দিনকে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় সবাইকে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে থেকে মিষ্টিমুখ করানো হয়।
শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের উদ্দেশ্যে দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত বলেন, প্রেসক্লাবের উন্নয়ন ও অগ্রগতির জন্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যথাসময়ে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ বলেন, চাঁদপুর প্রেসক্লাব সবসময়ই সাংবাদিকদের সাথে রয়েছে। শাহরাস্তি প্রেসক্লাবের অগ্রযাত্রায় পাশে থাকবে চাঁদপুর প্রেসক্লাব। তিনি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এর পূর্বে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী ও গিয়াসউদ্দিন মিলন শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।