প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জে জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোটের মানববন্ধন](/assets/news_photos/2023/03/13/image-30636.jpg)
জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোট ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শনিবার (১১ মার্চ) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক উৎপল সাহা, সদস্য সচিব প্রদীপ কুমার সাগর, সদস্য চন্দন দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মানিক গোস্বামী, সাধারণ সম্পাদক সুজন রায়, সহ-সাধারণ সম্পাদক মিঠুন দাস, সাংগঠনিক সম্পাদক সুব্রত দাস বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়ন ও ভয়-ভীতির কারণে দেশে হিন্দুর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ১৯৪৭ সালে এ ভূখণ্ডে হিন্দুর সংখ্যা ছিল ৩৩%, স্বাধীনতার প্রাক্কালে ২২%। সরকারি পরিসংখ্যান মতে ২০১৫ সালে হিন্দুর সংখ্যা ছিল ১০.৭%। এর মাত্র ৬ বছর পরে সরকারি পরিসংখ্যান মতে হিন্দুর সংখ্যা ২.৮% কমে মাত্র ৭.৯%-এ দাঁড়িয়েছে। এই অবস্থা অব্যাহত থাকলে এদেশ অচিরেই হিন্দুশূন্য হবে। অথচ জাতীয় সংসদ নীরব ভূমিকা পালন করছে। সে কারণে হিন্দু মহাজোট শুরু থেকেই হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে।