প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০০:০০
![ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে আব্দুর রহমান গাজী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত](/assets/news_photos/2023/03/12/image-30605.jpg)
সদ্য সম্পন্ন চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে চাঁদপুর কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার ও ফটোগ্রাফার মোঃ আব্দুর রহমান গাজী সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাঈদ হোসেন অপু। বিজয়ী মোঃ আব্দুর রহমান গাজী তার বিজয়ে চাঁদপুর কণ্ঠ পরিবারসহ ভোটার ও শুভাকাক্সক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় যাতে বিগত দিনের ন্যায় সফলতার সাথে দায়িত্ব পালন করতে পারেন এজন্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি নির্বাচনে বিজয়ী হয়ে চাঁদপুর কণ্ঠ পরিবারসহ ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ পূর্বক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা স্বরূপ চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত ও প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহকে ফুলের মালা পরিয়ে দেন। তারা তার সফলতা কামনা করেন। এ সময় চাঁদপুর কণ্ঠের চিফ রিপোর্টার বিমল চৌধুরী ও ম্যানেজার সেলিম রেজাসহ পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোঃ আব্দুর রহমান গাজী ২০১৮ ও ২০২০ সালে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে কোষাধ্যক্ষ নির্বাচিত হন। আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে সফল হওয়ার কারণেই তিনি পুনরায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বলে ভোটারগণ মনে করেন।