মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে শাপলা কাব অ্যাওয়ার্ড ও পিএস পরীক্ষা সম্পন্ন
শামীম হাসান ॥

দেড় শতাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণে ফরিদগঞ্জে অনুষ্ঠিত হলো শাপলা কাব অ্যাওয়ার্ড ও পিএস-এর জেলা পর্যায়ের পরীক্ষা। ১১ মার্চ (শনিবার) ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকের কাব স্কাউটদের শাপলা কাব অ্যাওয়ার্ড এবং মাধ্যমিক পর্যায়ের পিএস পরীক্ষা সম্পন্ন হয়। এ বছর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৪২জন কাব স্কাউট এবং বিভিন্ন স্কাউট ইউনিটের ৯০ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এই পরীক্ষায় প্রধান পরীক্ষকের দায়িত্বে ছিলেন চাঁদপুর জেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মোঃ মাসুদুর রহমান এএলটি, হল সচিবের দায়িত্বে ছিলেন উপজেলা স্কাউট সম্পাদক মোঃ জিয়াউর রহমান, হল সুপারের দায়িত্বে ছিলেন উপজেলা স্কাউট কমিশনার হাছিনা আক্তার ডলি। এছাড়া সার্বিকভাবে পরীক্ষা পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন উপজেলা স্কাউট লিডার মোফাজ্জল হোসেন, উপজেলা কাব লিডার মোঃ জহিরুল ইসলাম, কবি রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব লিডার মোঃ মেহদি হোসেন, গল্লাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব লিডার মোঃ মনির হোসেন, ফরিদগঞ্জ মেঘনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোঃ জাহিদুল ইসলাম ফাহিম।

উপজেলা স্কাউট সম্পাদক জিয়াউর রহমান চাঁদপুর কণ্ঠের এই প্রতিনিধিকে জানান, সকলের সার্বিক প্রচেষ্টায় শাপলা কাব অ্যাওয়ার্ড ও পিএস পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমি আশা রাখি, এখানকার উত্তীর্ণ শিক্ষার্থীরা অঞ্চল ও জাতীয় পর্যায়ে ভালো ফলাফল অর্জন করে এই উপজেলার সুনাম অক্ষুণ্ন রাখবে।

উল্লেখ্য, জেলা পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ১৮ মার্চ ২০২৩ শনিবার আঞ্চলিক পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়