প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০০:০০
![চাঁদপুর পৌরসভার মেয়রের পিতার মৃত্যুতে শোক](/assets/news_photos/2023/03/12/image-30600.jpg)
চাঁদপুর পৌরসভার মেয়র, চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জিল্লুর রহমানে জুয়েলের পিতা, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী মোঃ লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজরাজেশ্বর মোজাফ্ফরিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এএইচএম হাবিব উল্লাহসহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। তারা এক শোক বার্তায় মরহুম মোঃ লুৎফর রহমানের রুহের মাগফিরাত করেন। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে বেহেস্ত নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি সহানুভুতি ও সমবেদনা জ্ঞাপন করেন।