প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:০০
![নারায়ণপুর ইউনিয়ন যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ](/assets/news_photos/2023/03/11/image-30539.jpg)
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার ৯ মার্চ যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীরকে গ্রেফতারের প্রতিবাদে ইউনিয়নের রসুলপুর এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রসুলপুর মুন্সী কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে নারায়ণপুর-জোড়পুল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুন্সী কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নারায়ণপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সুমন বকাউলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ। ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুন্সি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, শহীদ মিয়াজী, মিঞা মোঃ ফারুক, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়াজী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গ্রেফতার করে, নির্যাতন করে তাদের চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। যেখানে যুবদলের প্রত্যেক নেতা-কর্মী রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, সেখানে একজন মোনায়েম মুন্নাকে গ্রেফতার করে তাদের মনোবল দুর্বল করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মতলব উত্তর-দক্ষিণের বিএনপির কাণ্ডারী এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য ড. জালাল উদ্দিনের নেতৃত্বে আন্দোলনকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য সবাই জীবন দিতে প্রস্তুত আছি আমরা।
মিছিলে যুবদল নেতা সুমন প্রধান, রবিউল প্রধান, ছানাউল্লাহ, ইউসুফ মুন্সিসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।