মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:০০

ইসলামী আন্দোলন ফরিদগঞ্জ উপজেলা সম্মেলন
অনলাইন ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ৯ মার্চ সকালে ফরিদগঞ্জ শহরের আরাফাত কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শাইখুল হাদীস আল্লামা মকবুল হোসাইন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের আপামর জনসাধারণ ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতার ৫২ বছরেও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেতে পারিনি। স্বাধীনতার পরবর্তী কোনো শাসক এদেশের মানুষকে শান্তি দিতে পারেনি। আমি মনে করি, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এ দেশের জনগণের কাঙ্ক্ষিত শান্তি ও মুক্তি আসতে পারে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ আবু মুসার সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ মাসুম বিল্লাহর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওঃ বেলাল হোসাইন রাজী, সহ-প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক এইচ. এম. নিজাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুহাঃ মনির হোসেন পাঠান।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার তালুকদার, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য কেএম হুমায়ুন কবির, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন, জেলা শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।

সম্মেলনে আগামী ২০২৩-২৪ সেশনের জন্যে ফরিদগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠন শ্রমিক আন্দোলন ও যুব আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়। এতে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু মুসা, সহ-সভাপতি মোঃ ইউসুফ পাটোয়ারী ও সেক্রেটারী ডাঃ মোঃ মাসুম বিল্লাহ ; উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা নুরুল্লাহ, সহ-সভাপতি মোহাম্মদ জানে আলম জুয়েল ও সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ ; উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ শফিকুর রহমান রাজু ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন। পরে ঘোষিত নতুন কমিটির নেতাদের শপথ বাক্য পাঠ করানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়