প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:০০
![চাঁদপুরে বিশ্ব কিডনী দিবস পালন](/assets/news_photos/2023/03/11/image-30535.jpg)
বিশ্ব কিডনী দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুরে কিডনী অ্যাওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) নানা কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বঙ্গবন্ধু সড়ক হয়ে শহর প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকারে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জনসচেতনতায় বক্তব্য রাখেন ডাঃ শারমিন আলম, ক্যাম্পসের স্থানীয় সহকারী শাখা ব্যবস্থাপক মিনারা শারমিন, সুপারভাইজার আফজাল হোসেন প্রমুখ। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন পেশার নাগরিকরা অংশ নেন।