প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:০০
![কচুয়ায় হতদরিদ্র রোগীদের মাঝে চেক বিতরণ](/assets/news_photos/2023/03/11/image-30534.jpg)
কচুয়ায় হতদরিদ্র রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ আক্রান্ত রোগীদের ৫০ হাজার টাকা করে ২১ জনকে ১০ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম প্রমুখ।